কালিমার বিবরণ সম্পর্কে বিস্তারিত জেনে নিন

কালিমার বিবরণ সম্পর্কে বিস্তারিত জেনে নিন

কালেমার বিবরণ

ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম হলো ঈমএর। নিয়ে প্রথম স্তম্ভটি না থাকলে বাকি ৪টি কোন কাজে আসে না। তাই তো নবী করীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন–

উচ্চারণ

আনআবি যারিন (রা) কালা কুন্তুম রদীফান নাবিয়্যি (স) ফাকালা ইয়া আবা যাররিন কুলতু লাব্বাইকা সাঈদাইকা ইয়া রাসূলাল্লাহু কালা ইয়া আবা যাররিন কুলতু লাব্বাইকা ওর দইক, ইয়া রাসূলাল্লাহু; কালা ইয়া আবা যাররিন কুলতু লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলাল্লাহু কালা মান কালা লাইলাহা ইল্লাল্লাহু দাখালাল জাক্কাহ, কালা ওয়াইন যানা ওয়াইন সারাকা কালা ওয়াইন যানা ওয়াইন সারাকা কালা ওয়াইন যানা ওয়াইন সারাকা কালা ওয়াইন যান ওয়া সারাকা আলা রগমি আনফি আবি যাররিন।

অর্থ

হযরত আবুযর গিফারী (রাঃ) বলেন; আমি রাসুল সাঃ এর পেছনে একটি গাধার উপবিষ্ট ছিলাম তখন নবী কারীম সাল্লাল্লাহু সাল্লাম আমাকে হে আবুজার বলে তিনবার সম্বোধন করলেন। আমি তিনবার বললাম উপস্থিত ইয়া রাসুল আল্লাহ আমি হাজির। তখন হুজুর সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই সে জান্নাতের প্রবেশ করবে। তখন হযরত আবু জর রাঃ বললেন যদিও সে ব্যভিচার ও চুরি করে হুজুর সাল্লাল্লাহু সালাম বললেন, হ্যাঁ যদিও সে ব্যভিচার চুরি করে এভাবে তিনবার। তৃতীয়বারে মহানবী সাল্লাল্লাহু বললেন, যদিও আবু জ্বরের নাসিকা ধুলায় ধূসরিত হয়।

সংক্ষিপ্ত ব্যাখ্যা


এ হাদিসের অর্থ হল কেহ বিশ্বাসের সাথে যদি একবারে এ কালিমাকে পড়ে এবং পরবর্তীতে মৃত্যু পর্যন্ত কাফের ও মুশরিক না হয়। কিন্তু সে ইসলামের অন্য স্তম্ভগুলো আদায় না করে। তবে আমল না করার শাস্তি ভোগের পর জান্নাতে প্রবেশ করবে।

কালিমায়ে তাইয়্যেবা

আরবি:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ

বাংলা উচ্চারণ:

লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মাদুর রাসুলুল্লাহ।

অর্থ:

"আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই; মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসুল।"

 কালিমায়ে শাহাদাত

আরবি:


أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

বাংলা উচ্চারণ

আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশারীকালাহু ওয়াআশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:

"আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বান্দা ও রাসুল।"

কালিমায়ে তাওহীদ

আরবি:

لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ وَاحِدٌ لَا ثَانِيَ لَكَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ إِمَامُ الْمُتَّقِينَ رَسُولُ رَبِّ الْعَالَمِينَ

বাংলা উচ্চারণ

লাইলাহা-ইল্লা-আন্তা ওয়াহিদাল-লা-ছানিয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকীনা রাসূল রাব্বিল আলামীন।

অর্থ:

"আপনার (আল্লাহর) ছাড়া আর কোনো উপাস্য নেই; আপনি একক, আপনার কোনো দ্বিতীয় নেই। মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসুল, মুত্তাকীদের নেতা এবং সমগ্র জগতের রবের রাসুল।"

কালিমায়ে তামযীত

আরবি:

لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ نُورٌ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ إِمَامُ الْمُرْسَلِينَ خَاتَمُ النَّبِيِّينَ

বাংলা উচ্চারণ:

লা ইলাহা ইল্লা আন্তা, নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ, মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুরসালীনা খাতামুন্নাবিয়ীন।

অর্থ:

"আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি (আল্লাহ) এক নূর। আল্লাহ যাকে ইচ্ছা, তাকে তাঁর নূরের দিকে পথ দেখান। মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসুল, রাসুলগণের নেতা এবং নবীদের শেষ।"

ঈমানে মুজামাল

আরবি:

آمَنْتُ بِاللَّهِ كَمَا هُوَ بِأَسْمَائِهِ وَصِفَاتِهِ وَقَبِلْتُ جَمِيعَ أَحْكَامِهِ

বাংলা উচ্চারণ

আমানতুবিল্লাহি কামাহুয়া বিআসমাহী ওয়াছিফা-তিহী ওয়াকাবিলতু জামীআ আহকামিহী ওয়া আরকানিহি।

অর্থ:

"আমি ঈমান এনেছি আল্লাহর উপর, যেমন তিনি তাঁর নাম ও গুণাবলির মাধ্যমে পরিচিত, এবং আমি তাঁর সমস্ত বিধান ও রুকন গ্রহণ করেছি।"


ঈমানে মুফাসসাল

বাংলা উচ্চারণ

আ-মানতু বিল্লাহি ওয়ামালাই কাহিনী ওয়াকুতুবিহী ওয়া রুসুলিহি ওয়াল ইয়াওমিল আ-খিরি, ওয়াল কাদরি খাইরিহী ওয়াশাররিহী মিনাল্লাহি তায়ালা ওয়াল বাছিদাল মাউত।

অর্থ:

"আমি বিশ্বাস করি আল্লাহর উপর, তাঁর ফেরেশতাদের উপর, তাঁর কিতাবগুলোর উপর, তাঁর রাসুলদের উপর, পরকালের উপর, এবং আল্লাহর পক্ষ থেকে সমস্ত ভাল ও মন্দ, সব কিছু মেনে নিয়েছি এবং মৃত্যুর পর পুনর্জন্মে বিশ্বাস রাখি।"

কালিমায়ে রদ্দে কুফর

উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আন উশরিকা বিকা শাইআন, ওয়ানু মিনুবিহী , ওয়াআস্তাগফিরুকা মাআলামু বিহী, তুবতু আনহু ওয়া তাবারতু মিনাল কুফরি ওয়াশশিরকি , ওয়াল মাআছী, কুল্লাহা, ওয়া আসলামতু ওয়াআমানতু ওয়া ক্কুলু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

অর্থ

ওহে , পরওয়ারদেগার ! আমি আপনার কাছে আপনার সাথে কাউকে শরীক করা হতে আশ্রয় প্রার্থনা করছি, এবং আমরা তার সাথে বিশ্বাস স্থাপন করছি । এবং আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি আমার জ্ঞান ও অজ্ঞাতপথ সমূহ হতে , এবং আমি তওবা ক্রছি তা হতে কুফর শিরিক ও অন্যন্য সকল গোনাহ হতে আমি বিদুরিত হচ্ছি। আর বলছি আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ (সঃ) আল্লাহর প্রেরিত দূত বা বার্তা বাহক।

আপনাদের পছন্দ হতে পারে এমন আরও কিছু পোস্ট





লেখকের কথা

আসসালামু আলাইকুম এবং অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ বিষয় টি মনোযোগ দিয়ে পড়ার জন্য । বিশেষ কথা হলো আরবি কে সম্পূর্ণ ভাবে শুদ্ধ করে বাংলাতে লেখা আর এক সমুদ্র পানি একটি কূপে রাখার মত। তাই পাঠকদের উদ্দেশ্যে একটাই কথা পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন.। তারাও যেন এ বিষয়ে জানতে পারে ও উপকৃত হতে পারে। এবং বিভিন্ন বিষয়ে আরো জানতে ভিজিট করুন nafizit.com এ ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের জ্ঞান মূলক আর্টিকেল লেখা আছে যা পড়ে আপনার বিভিন্ন বিষয় জানতে পারবেন।এবং আপনাদের জ্ঞান-বিধিতে সাহায্য করবে। এবং আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এ থেকে আমরা সেই ভুলটি সংশোধনের চেষ্টা করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url