তওবার নামাজ আদায় করার নিয়ম
প্রিয় পাঠক-পাঠিকা আসসালামু আলাইকুম! আশা করি আপনারা সবাই ভালো আছেন! আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে সেটা হলো তওবার নামাজ পড়ার নিয়ম এবং কোন দোয়া পড়া উত্তম। তওবার নামাজ সম্পর্কের বিস্তারিত জানতে মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন আশা করি উপকৃত হবেন।
তওবার নামাজ
এ নামাজ যে কোন সময় পড়া যায়। ঘটনাচক্র কোন গুনাহ করে বসলে তখনি ওযু করে দুই রাকাত তওবার নফল নামাজ পরে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া কর্তব্য। তওবা ইস্তেগফার মানবজাতির সম্পত্তি হযরত আদম আলাই সাল্লাম থেকে পাওয়া গিয়েছে। কাজেই মানুষের উচিত সর্বদা আল্লাহতালা নিকট তওবা করা। পাপ কাজ হতে প্রত্যাবর্তনের জন্য ফেরেশতা সাত ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। কাজেই সাত ঘন্টার মধ্যে তওবা করা উচিত।
হাদিসে আছে, রাসুলুল্লাহ (সঃ) প্রত্যহ ৭০ বার ইস্তেগফার করতেন, আর এক বর্ণনা মতে ১০০ বার তওবা করতেন।
তওবার নামাজের নিয়ত
নাওয়াইতু আন উছোয়াল্লিয়া লিল্লা-হি তাআলা রাকাআতাই ছালা-তিত্তাওবাতি মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
তওবার নামাজ আদায়ের নিয়ম
প্রথমে যেকোনো সূরা দিয়ে দুই রাকাত তওবার নামাজ পড়বে। তারপর নিম্নের আয়াতগুলো তিনবার করবে
উচ্চারণ
ওয়াল্লাজিনা ইয়া ফাআলূ ফা-হিশাতান আও জলামু আনফুসাহুম যাকারুল্লা-হা ফাস্তাগফারূ ওয়া মাইয়্যাগফিরুয যুনূবা ইল্লাল্লা-হু ওয়ালাম ইয়ুছিররু আলা-মা-ফা আলূ ওয়া হুম ইয়া লামূন। ওয়া মাইয়্যা মাল সূয়ান আও ইয়াজলিমু নাফসাহু ছুম্মা ইয়াস্তাগফিরুল্লা-হা ইয়াজিদিল্লা-হা গাফূরার রাহীম।
অর্থ
আর যখন কেউ অশ্লীল কার্য করে অথবা তাদের নিজেদের প্রতি জুলুম করে তারা তখন আল্লাহকে স্মরণ করে তারপর তারা তাদের পাপের জন্য ক্ষমা ভিক্ষা করবে এবং আল্লাহ পাপসমূহ ক্ষমাই বা কে করবে এবং তারপর যা করেছে না জেনে বুঝে পুনরায় আর করবে না। আর যে ব্যক্তি কোন গুনাহের কাজে লিপ্ত হবে অথবা নফসে ( দেহ ও আত্মার) উপর জুলুম করবেতারপর সে আল্লাহ তাআলার নিকট ক্ষমাপ্রার্থনা করি সে আল্লাহকে বড়ই ক্ষমাশীল মহান দয়ালু রূপে পাবে।
এরপর নিজের ইস্তেগফার গুলো তিনবার পড়বে। তাহতাড়ি কিতাবে (মিসরী) আছে, এই ইস্তেগফারে কবিরা গুনাহের কাফফারা হয়।
উচ্চারণ
আস্তাগফিরুল্লাহা রব্বি মিন কুল্লি যামবিও ওয়াতু বইলাইহ। আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা - হা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবূ ইলাইহ। আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম গাফফারুয জুনুবি সাত্তারুল উইয়ূবি ওয়া আতূবূ ইলাইহ। রব্বিগফিরলী ওয়াতূবু আলাইয়্যা ইন্নাকা আন্তাত্তাউয়্যা-বুল গাফুর। সুবহা-নাকা আল্লাহুম্মা ওয়া বি-হামদিকা আল্লা-হুম্মাগফিরলী ইন্নাকা আনতাত্তাউয়্যা-বুর রাহীম। আল্লা-হুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গাফূরু, ইয়া - গাফূরু, ইয়া গাফূরু। আল্লা-হুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনূবী ওয়া রাহ্মাতুকা আরজা-ই নদি মিন আমালী। আল্লা-হুম্মা ইন্নী আতূবূ ইলাইকা মিন হা-যিহিল খাতীয়াতি লা- আরজাউ ইলাইহা - আবাদা।
অর্থ
আমি আমার রব আল্লাহর নিকট সমস্ত গুনাহ হতে মাফ চাচ্ছি এবং তারও নিকট তওবা প্রত্যাবর্তন করছি। আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া আর কোন ইলাহ নাই । তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার ঐ নিকট তওবা করছি। আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা ভিক্ষা চাচ্চি। যিনি ছাড়া কোন ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, গুনাহ মাফকারী, দোষ ত্রুটি গোপনকারী এবং তার নিকট তওবা করছি। হে আমার রব! আমাকে মার্জনা করো এবং আমার তওবা কবুল কর। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী, ক্ষমাশীল। হে আল্লাহ!তোমার পবিত্রতা বর্ণনা করেছি, তোমার ওই প্রশংসার সাথে। হে আল্লাহ আমাকে মার্জনা করো । বস্তুতঃ তুমি তওবা কবুলকারী পরম দয়ালু। হে আল্লাহ , নিশ্চয়ই তুমি ক্ষমাশীল। ক্ষমাকে তুমি ভালোবাসো। অতএব আমাকে ক্ষমা করে দাও, হে ক্ষমাকারী ! হে ক্ষমাকরী ! হে ক্ষমাকারী ! হে আল্লাহ তোমার ক্ষমা হতে সীমাহীন প্রশস্ত, তোমার দয়া আমার কাছে আমার আমল হতে অধিক আশাপ্রদ। হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার নিকট তওবা করছি! গুনা থেকে আমি চিরতরে মুখ ফিরিয়ে নিলাম ।
এরপর কালেমা শাহাদত তিনবার পড়বে। তারপর তিনবার অথবা ১১ বার দুরুদ শরীফ পড়ে এ দোয়া পড়বে।
আরও পড়ুনঃ উমরি কাজা নামাজ আদায়ের নিয়ম
উচ্চারণ
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন , ওয়াছাছলাতু ওয়াসসালা-মু আলা-রাসূলিহিল কারীম। ইয়া হা দিয়াল মুদোয়াল্লীনা ওয়া ইয়া-রা-হিমাল মুযনিবীনা ওয়া ইয়া-মুকীলা আছরা-তিল আ-ছিরীন। ইরাহাম আব্দাকা যাল খাতরিল আজীমি ওয়াল মুস্লিমীনা কুল্লাহুম আজমাঈ-ন ওয়াজ আলনা-মা আল আহইয়া -ইলা মারযূকীনাল্লাযীনা আন আমতা আলাইহিম মিনান্নাবিয়্যানা ওয়াছছিদ্দীকীনা ওয়াশ শুহাদা-ই ওয়াছোয়ালিহীনা আমীনা ইয়া- রব্বাল আলামীন। ওয়া ছল্লাল্লা-হু তাআলা আলা-খাইরি খালকিহী ওয়া নূরি আরশিহী সাইয়্যিদিনা- মুহাম্মাদিও ওয়া আলিহী ওয়া আছহা-বিহী আজমাঈ-ন । বি ফাদলি সুবহা-না রব্বিকা রব্বিল ইযযাতি আম্মা-ইয়াছিফূন। ওয়া সালামূন আলাল মুরসালীন । ওয়াল হামদু লিল্লা-হি রব্বিল আলামীন । বি হাককি লা-ইলা-হা ইল্লাল্লা-হু মুহাম্মাদুর রাসূলুল্লা-হ।
অর্থ
সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের রব এবং তার সুসম্মানিত রাসুলের উপর রহমত ও সালাম নাজিল হউক , হে পথভ্রষ্টাদের পথ প্রদর্শক এবং হে পাপীদের প্রতি দয়াবান ! হে ভুল ত্রুটিকারীদের ভুলের ক্ষমাকারী ! তোমার বড় গুনাগার বান্দাকে এবং সকল মুসলমানদেরকে দয়া করো, আর আমাদিগকে ঐ সব জীবিত হালাল রিজিক প্রাপ্তদের সাথে অর্থাৎ যে সব নবী , সিদ্দিক শহীদ এবং নেক্কারদের উপর নিয়ামত বর্ষণ করেছ তাদের অন্তর্ভুক্ত কর। কবুল কর হে নিখিল বিশ্বর রব । আল্লাহর রহমত বর্ষিত হোক তার সৃষ্টির সেরা এবং তার আরশের নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার সকল বংশধর ও তার সকল সাহাবীদের উপর। হে রাসুল তারা কাফেরেরা যা বলে ওই সকল দোষ হতে তোমার রব মর্যাদাশীল প্রতিপালক পবিত্র। এবং রাসূলদের প্রতি সালাম। এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বাস। এ বাক্য সমূহের বরকতে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই কালেমার উসিলায়।
এছাড়া অন্যান্য দোয়াও করা যায়। উল্লেখিত নিয়মে তওবার নামাজ সোমবার ,বৃহস্পতিবার, শুক্রবার, শবে বরাতের দিন, শবে কদরের দিন্ দুই ঈদের দিন , আশুরার দিন অর্থাৎ যে কোন মোবারক দিনে অথবা রাতের পড়া উচিত ।
আপনাদের পছন্দ হতে পারে এমন কিছু পোস্ট
লেখকের কথা
আসসালামু আলাইকুম এবং অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ বিষয় টি মনোযোগ দিয়ে পড়ার জন্য । বিশেষ কথা হলো আরবি কে সম্পূর্ণ ভাবে শুদ্ধ করে বাংলাতে লেখা আর এক সমুদ্র পানি একটি কূপে রাখার মত। তাই পাঠকদের উদ্দেশ্যে একটাই কথা পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন.। তারাও যেন এ বিষয়ে জানতে পারে ও উপকৃত হতে পারে। এবং বিভিন্ন বিষয়ে আরো জানতে ভিজিট করুন nafizit.com এ ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের জ্ঞান মূলক আর্টিকেল লেখা আছে যা পড়ে আপনার বিভিন্ন বিষয় জানতে পারবেন।এবং আপনাদের জ্ঞান-বিধিতে সাহায্য করবে। এবং আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এ থেকে আমরা সেই ভুলটি সংশোধনের চেষ্টা করব।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url