উমরি কাজা নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন

উমরি কাজা নামাজ আদায়ের নিয়ম


প্রিয় পাঠক-পাঠিকা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমাদের মধ্যে অনেকেই সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। কিন্তু ইসলামে প্রত্যেক নর-নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। আর ফরজ নামাজ আদায় না করলে গুণাগার হতে হয়। এর শাস্তি ও কঠোর ভাবে পেতে হবে। তবে ইসলাম এতটা কঠিন ও না। কারণ- 


রাসূলে কারীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তির দীর্ঘদিনের নামাজ কাজা হয়ে থাকে এবং সে তো সংখ্যা না জানে, তবে সে জুম্মার দিন ফরজ নামাজ অর্থাৎ জুমার নামাজের পূর্বে চার রাকাত নফল নামাজে সালামে আদায় করবে। এর নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসির সাতবার এবং সূরা কাওসার 15 বার পড়বে নামাজ পড়লেন নামাজি ও তার মাতা পিতার অসংখ্য কাজের নামাজ আল্লাহ পাক দয়া করে মাফ করে দিবেন।


ওমরি কাজা নামাজের নিয়ত

নাওয়াইতু আন উছোয়াল্লিয়া লিল্লাহি তাআলা আরবা আরাকা তি তাকফীরাল্লীল কাদায়ে ফাতাত মিন্নী আলা উমারী ছলাতিন নাফলি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।

সালামের পর ১০০ বার দরুদ শরীফ ও নিচের দোয়াটি পড়বে


আল্লাহুম্মা ইয়া সা-বিকাল ফাউতি ওয়া ইয়া-সা-মি আচ্ছাওতি ওয়া ইয়া- মূহয়িল ইজোয়া-মি বাদাল মাওতি ছল্লি আলা- মুহাম্মাদিও ওয়া আলা আলিহী ওয়াজ আললী খারাজবও ওয়া মাখরাজাম্মিমা আনা ফাহী ইন্নাকা তাআলামু ওয়াল আলামু ওয়া আন্তা তাকদিরু ওয়া লা-আকদিরু ওয়া আনতা আল্লামূল গুয়ূব। ইয়া-রা-হিমাল আতোয়া-ইয়া-ওয়া ইয়-গা-ফিরাল খাতোয়া-ইয়া- সুববূহুন কদ্দূসূন রব্বুন-ওয়া রববুল মালা-ইকাতি ওয়াররূহ। রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজ-ওয়ায আম্মা-তালামু ফাইন্নাকা আন্তাল আলিয়্যুল আজোয়ামু ইয়া-সা-তিরাল উইয়ূবি ইয়া-যাল জ্বালা-লি ওয়াল ইকরা-মি ইয়া- আরহামার রাহিমীন। ওয়া ছল্লাল্লাহু আলা- মুহাম্মাদিও ওয়া আলাহী আজমাঈন।

অর্থ


হে আল্লাহ !হে মৃত্যুহীন ! হে শ্রবনকারী ! হে মৃত্যুর জীবন দানকারী ! হযরত মুহাম্মদ সাঃ এর উপর রহমত নাজিল কর এবং তার আহালেদের উপরও। আমার এ অবস্থা হতে আমাকে মুক্তি এবং মুক্তির রাস্তা করে দাও নিশ্চয়ই তুমি সব জানো আর আমি জানিনা, তুমি ক্ষমতাধর আর আমি ক্ষমতাহীন। তুমি অদৃশ্য বিষয় সমূহের বিজ্ঞ। হ্যাঁ দান সমূহের দয়াল দাতা। হে ত্রুটি ক্ষমাকারী অতি পবিত্র পরম আমাদের রব এবং ফেরেশতাদের ও জিবরীল আঃ বা রুহের রব আমাকে ক্ষমা করো দয়া করো আমার গুনাহ সমূহ ও দোষ ত্রুটি সম্পর্কে যা তুমি অবগত তা হতে আমাকে মার্জনা করো এই মহত্ব ও সম্মানের মালিক। হে দয়াবান দের মধ্যে সর্বাধিক দয়ালু। আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম ওতার সকল বংশধরদের উপর রহমত নাযিল করুন।


এ নামাজ সম্পর্কে ফয়জুল মোবতাদী ও রুকনে দীন গ্রন্থে বর্ণিত আছে। ওমরি কাজা নামাজে ফয়জুল মোবতাদী কিতাবে আয়াতুল কুরসি সাতবার এবং রুকন দিনে কিতাবে একবার পড়ার কথা উল্লেখ আছে।



শেষ মন্তব্য

আসসালামু আলাইকুম আমাদের উমরি কাজা নামাজ আদায়ের নিয়ম সম্পকিত পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন.। তারাও যেন এ বিষয়ে জানতে পারে ও উপকৃত হতে পারে। এবং বিভিন্ন বিষয়ে আরো জানতে ভিজিট করুন nafizit.com এ ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের জ্ঞান মূলক আর্টিকেল লেখা আছে যা পড়ে আপনার বিভিন্ন বিষয় জানতে পারবেন।এবং আপনাদের জ্ঞান-বিধিতে সাহায্য করবে। এবং আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এ থেকে আমরা সেই ভুলটি সংশোধনের চেষ্টা করব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url