দরূদে ফুতুহাত আরবি, বাংলা উচ্চারণ ও এর ফজিলত

দরূদে ফুতুহাত রাসূলুল্লাহ (সা.) এর শিখানো একটি বিশেষ দোয়া যা রাসূলুল্লাহ (সা.) এর উপর দরুদ হিসেবে পাঠ করা হর। আর এই দরূদ পাঠ করার মাধ্যে আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত ও সাহায্য প্রাপ্তি হয়। এটি মূলত ইসলামিক আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিশেষভাবে ফাতেহা, দোয়া এবং সালাতের সাথে সম্পর্কিত। দরুদে ফুতুহাত রাসূলুল্লাহ (সা.) এর প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানানো একটি গুরুত্বপূর্ণ দোয়া। আসুন জেনে নেই দরূদে ফুতুহাত এর আরবি, বাংলা উচ্চারণ ও এর ফজিলত ।

দরূদে ফুতুহাত আরবি

اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم

দরুদে ফুতুহাতের বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা সল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন আল-ফাতিহি লিমা আগলাক্ব, ওয়াল-খাতিমি লিমা সাবাক্ব, নাসিরাল-হাক্কি বিল-হাক্কি, ওয়াল-হাদি ইলা সিরাতিকাল মুস্তাকিম, ওয়ালা আলেهِ হাক্কা ক্বাদরিহি ওয়া মিকদারহি আল-আযিম


দরুদে ফুতুহাতের অর্থ

হে আল্লাহ, আমাদের প্রভু মুহাম্মাদকে বরকত দান করুন, বিজয়ী, যখন তিনি বন্ধ করে দিয়েছিলেন এবং পূর্বে যা এসেছিল তার সীলমোহর, যিনি সত্যের সাথে সত্যকে সমুন্নত রাখেন এবং আপনার সরল পথে পরিচালিত করেন এবং তাঁর পরিবারের উপর, তাঁর মহান মূল্য ও মূল্যের কারণে।

দরুদে ফুতুহাতের ফজিলত

ফুতুহাত শব্দের অর্থ উন্নতি লাভ। এ দরূদে হযরত মুহাম্মদ (স) ও তার বংশধরগণের উপর দুনিয়ার সর্বপ্রকার রিযিক ও আয়ের সংখ্যা পরিমাণে রহমত বর্ষণ করার আবেদন থাকায় এ দরূদ শরীফের ফজীলত পাঠকারীর ইহকাল ও পরকালের কাজে আশাতীত সুফল লাভ হয়ে থাকে। যারা নানা প্রকার সমস্যাজালে জড়িত হয়ে পড়েছেন, তারা এ দরূদ শরীফ প্রত্যেক নামাজ বাদে ৩ বার করে পাঠ করলে আল্লাহ তায়ালা অচিরেই তাদেরকে সমস্যা মুক্ত করে দেবেন। কৃষি, শিল্প, বাণিজ্য ও চাকরিতে উন্নতি দেবেন।


এ দরূদ শরীফ প্রত্যাহ ৩ বার পাঠ করলে যে কোন ব্যবসায়ে, চাকরিতে কিংবা ক্ষেত-খামারের কাজে কখন ও কোন অবনতি আস্তে পারে না ; বরং দিন দিন তা প্রবৃদ্ধির প্রাচুর্য্যে পূর্ণ হয়ে উঠে।

আরও পড়ুনঃ Prophethood of Prophet Muhammad (pbuh).

ফজরের নামাজের দু-রাকাত সুন্নত নামাজ পড়ার পর এবং দু-রাকাত ফরজ নামাজ পড়ার আগে প্রত্যহ ১১ বার হাসবিয়াল্লা-হু পাঠ করলে চিরদিন ধনে-জনে, সুখে-সম্মানে, থাকার উপায় হয়ে যায়।


দুনিয়া ও আখিরাতে বরকত: এটি আল্লাহর কাছে বিশেষ রহমত প্রাপ্তির কারণ হয়ে দাঁড়ায় এবং পাঠকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে শান্তি এবং সফলতা লাভ করেন।

শেষ মন্তব্য

আসসালামু আলাইকুম আমাদের দরূদে ফুতুহাত আরবি, বাংলা উচ্চারণ ও এর ফজিলত সম্পকিত পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন.। তারাও যেন এ বিষয়ে জানতে পারে ও উপকৃত হতে পারে। এবং বিভিন্ন বিষয়ে আরো জানতে ভিজিট করুন nafizit.com এ ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের জ্ঞান মূলক আর্টিকেল লেখা আছে যা পড়ে আপনার বিভিন্ন বিষয় জানতে পারবেন।এবং আপনাদের জ্ঞান-বিধিতে সাহায্য করবে। এবং আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এ থেকে আমরা সেই ভুলটি সংশোধনের চেষ্টা করব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url