সালাতুল তাসবিহ নামাজের নিয়ম ও ফজিলত সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক-পাঠিকা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সালাতুল তাসবিহ নামাজের নিয়ম ও ফজিলত।


সালাতুল তাসবিহ নামাজের নিয়ম ও ফজিলত


ইসলামী শরীয়তে অনেক রকম নফল ইবাদাত রয়েছে। তার মধ্যে অন্যতম হলো সালাতুল তাসবিহ নামাজ। এই নামাজের বিশেষ গুণ হলো পূর্বের গুণাহ মাফ হয় এবং অগনিত সোয়াব হাসিল হয়। এটি মূলত আল্লাহর প্রশংসা ও তাসবিহ পাঠের মাধ্যমে আদায় করা হয়। এ সম্পর্কে হাদিসের ও বর্ণ্না পাওয়া যায়।

সালাতুল তাসবিহ ৪ রাকাত নামাজ, যা এক সালামে বা দুই সালামে পড়া যায়।


আরও পড়ুনঃ History of Karbala on 10th of Muharram

সালাতুল তাসবিহ নামাজের নিয়ত

আববি উচ্চারণঃ নাওয়াইতান আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আবাআ রাকআতি ছালাতিল তাসবীহ সুন্নাহ রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহ আকবর।

সালাতুল তাসবিহ নামাজের নিয়ম

তাকবীরের তাহরীর বাঁধার পর নফল নামাজ আদায় করার ন্যায় সূরায়ে ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পনের বার নিম্নোক্ত দোয়া বা তাসবি পাঠ করবে।

তাসবিহ পাঠের শব্দ:


এই নামাজে বারবার একটি বিশেষ তাসবিহ পড়তে হয়:

আরবিঃ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণঃ “সুবহানাল্লাহি, ওয়ালহামদুলিল্লাহি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার।”

প্রথম রাকাতের নিয়ম:

তাকবির দিয়ে নামাজ শুরু করুন।
  • সানা (সুবহানাকা আল্লাহুম্মা...) পড়ে ১৫ বার তাসবিহ পড়ুন।
  • সুরা ফাতিহা ও একটি সুরা পড়ে আবার ১০ বার তাসবিহ পড়ুন।
  • রুকুতে গিয়ে তাসবিহ বলার পর ১০ বার তাসবিহ পড়ুন।
  • রুকু থেকে ওঠার পরে (সামিআল্লাহু লিমান হামিদাহ) ১০ বার তাসবিহ পড়ুন।
  • সিজদায় গিয়ে তাসবিহ পড়ার পরে ১০ বার তাসবিহ পড়ুন।
  • সিজদা থেকে ওঠার পরে ১০ বার তাসবিহ পড়ুন।
  • দ্বিতীয় সিজদায় গিয়ে আবার ১০ বার তাসবিহ পড়ুন।

এভাবে এক রাকাতে মোট ৭৫ বার তাসবিহ পড়ুন।পরবর্তী রাকাতগুলোতে একইভাবে আদায় করুন।



তাসবিহের সংখ্যা:

প্রতিটি রাকাতে ৭৫ বার তাসবিহ পড়তে হয়। চার রাকাতে মোট তাসবিহের সংখ্যা হয় ৩০০।

গুরুত্বপূর্ণ বিষয়:

  • ধীরস্থিরভাবে পড়তে হবে।
  • এই নামাজ আদায় করার সময় তাসবিহ গোনার জন্য মনোযোগী হওয়া জরুরি


সালাতুল তাসবিহ নামাজের ফজিলত:

রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের সালাতুল তাসবিহ নামাজ আদায় করতে উৎসাহিত করেছেন এবং বলেছেন,

“যদি সম্ভব হয়, এই নামাজ প্রতিদিন পড়বে। যদি প্রতিদিন না পারো, তাহলে প্রতি শুক্রবার পড়বে। তাও না পারলে মাসে একবার পড়বে। আর তাও না পারলে বছরে একবার হলেও পড়বে। যদি তাও না পারো, তবে জীবনে একবার হলেও পড়বে।”




(আবু দাউদ, তিরমিজি)

এই নামাজ আদায় করলে অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় বলে হাদিসে উল্লেখ আছে।

আপনাদের পছন্দ হতে পারে এমন কিছু পোস্ট




উপসংহার

আসসালামু আলাইকুম আমাদের সালাতুল তাসবিহ নামাজের নিয়ম ও ফজিলত এ সম্পর্কিত পোস্টি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন.। তারাও যেন এ বিষয়ে জানতে পারে ও উপকৃত হতে পারে। এবং বিভিন্ন বিষয়ে আরো জানতে ভিজিট করুন nafizit.com এ ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের জ্ঞান মূলক আর্টিকেল লেখা আছে যা পড়ে আপনার বিভিন্ন বিষয় জানতে পারবেন।এবং আপনাদের জ্ঞান-বিধিতে সাহায্য করবে। এবং আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এ থেকে আমরা সেই ভুলটি সংশোধনের চেষ্টা করব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url