হৃদরোগের কারণ , লক্ষণ , প্রতিরোধ ও চিকিৎসা



সুস্থ–সবলভাবে ঘুরে বেড়াচ্ছেন কেউ, কোনো সমস্যা নেই, একদিন হঠাৎ শোনা যায় তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়ে গেছে। সমস্যা হলো এমন ঘটনা ঘটে যাওয়ার আগে প্রায়ই কিছু জানা যায় না। এ রকম হার্ট অ্যাটাকে পরিণতি হয় সঙ্গে সঙ্গে মৃত্যু, নয়তো জীবনের সঙ্গে আপস করে কোনোমতে চলা। তাই হৃদ্‌রোগ হওয়ার আগেই সাবধান হতে হবে।

ভূমিকা

বিশ্বে মানুষের মৃত্যুর কারণ কি জানেন হৃদ্রোগ বা হার্ট অ্যাটাক বলা হয় বিশ্বে এক-তৃতিয়াশ মৃত্যুর জন্য এই হার্ট অ্যাটাক বা হৃদ্রোগ দায়ী তাই হার্ট অ্যাটাক সম্পকে সবকিছু জানতে আমাদের সাথে থাকুন। আমাদের আজকের আলোচনার বিষয় হল হৃদ্রোগ বা হার্ট অ্যাটাকের কারণ , লক্ষণ ,প্রতিরোধ ও চিকিৎসা ।হৃদ্রোগের কারণ , লক্ষণ , প্রতিরোধ ও চিকিৎসা ।

হার্ট অ্যাটাক কেন হয়

একজন প্রাপ্ত বয়স্ক মানুষের হৃদপিন্ড প্রতি মিনিটে ৭২ বার স্পনিন্দ হয় স্পন্দনের মাধ্যমে সারা শরীরে রক্ত সরবরাহ করে । হার্টে রক্ত সরবরাহকারী রক্তনালী যদি বন্ধ হয়ে যায় এবং এর ফলে যদি রক্ত হার্টে পৌঁছাতে না পারে, তাহলে হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না। আর তখনই হয় হার্ট অ্যাটাক।হৃদ্রোগের কারণ , লক্ষণ , প্রতিরোধ ও চিকিৎসা ।

হার্ট এটাক এর কারন কি কি?

যখন হৃদপিণ্ডে রক্ত সরবরাহ হ্রাস পায় বা বন্ধ হয়ে যায়। অক্সিজেনের অভাবে হার্ট ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে তাকে heart attack (হার্ট এটাক) বলে।

হার্ট অ্যাটাকের লক্ষণ গুলো কি কি?

হার্ট অ্যাটাকের লক্ষণ 

যেমন- মানসিক চাপ, ভারীভাব, শক্ত হয়ে আসা বা বুকের মাঝে চাপ দিয়ে ব্যথা হওয়া, ব্যথা বুক থেকে বাহু, থুতনি, পিঠ ও পেটে ছড়িয়ে পড়া, হালকা মাথা ব্যথা বা ঝিম ঝিম ভাব, ঘাম হওয়া, দ্রুত শ্বাস প্রশ্বাস, বমিভাব বা বমি ইত্যাদি। অনেকের ক্ষেত্রে উদ্বগ, কাশি বা শ্বাস কষ্টের সমস্যা দেখা দিতে পারে।হৃদ্রোগের কারণ , লক্ষণ , প্রতিরোধ ও চিকিৎস। 

হার্ট অ্যাটাক কত প্রকার

বাম নিলয়ের হৃৎপিণ্ডের অকৃতকার্যতা দুই ধরনের - হ্রাসকৃত ইজেকশন ভগ্নাংশ (এইচএফআরইএফ) সহ হার্টের ব্যর্থতা এবং সংরক্ষিত ইজেকশন ভগ্নাংশ (এইচএফপিইএফ) সহ ব্যর্থতা। এগুলো বাম নিলয় সংকোচন করার ক্ষমতা বা শিথিল হওয়ার উপর নির্ভর করে। হৃৎপিণ্ডের অকৃতকার্যতার লক্ষণগুলোর তীব্রতা ব্যায়ামের সাথে বৃদ্ধি পেতে পারে।হৃদ্রোগের কারণ , লক্ষণ , প্রতিরোধ ও চিকিৎসা । 

স্ট্রোক ও হার্ট অ্যাটাক বলতে কি বুঝায়?

স্ট্রোক এবং হার্ট অ্যাটাক উভয়ই গুরুতর অবস্থা যা হঠাৎ কিছু আসন্ন লক্ষণগুলির সাথে ঘটে যার জন্য অবিলম্বে চিকিত্সার হস্তক্ষেপ প্রয়োজন। যদিও উভয় অবস্থাই রক্তনালীকে জড়িত করে এবং স্থায়ী অক্ষমতা বা গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে, তবে দুটি চিকিৎসা অবস্থার মধ্যে পার্থক্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হার্টের ব্যথা চেনার উপায়

বুকে চাপ, পূর্ণতা, জ্বালাপোড়া বা নিবিড়তা। পিষে ফেলা বা ব্যথা যা পিঠ, ঘাড়, চোয়াল, কাঁধ এবং এক বা উভয় বাহুতে ছড়িয়ে পড়ে। ব্যথা যা কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়, কার্যকলাপের সাথে আরও খারাপ হয়, চলে যায় এবং ফিরে আসে, বা তীব্রতা পরিবর্তিত হয়। শ্বাসকষ্ট।হৃদ্রোগের কারণ , লক্ষণ , প্রতিরোধ ও চিকিৎসা । 

হার্ট অ্যাটাক প্রতিরোধের উপায়

হার্ট অ্যাটাক প্রতিরোধ করার সবচেয়ে কার্যকর উপায় হলো জীবনধারায় স্বাস্থ্যকর পরিবর্তন আনা। ইতোমধ্যে হার্ট অ্যাটাক হয়েছে এমন ব্যক্তিও সুস্থ জীবনধারা মেনে চলার মাধ্যমে পুনরায় হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কমিয়ে আনতে পারবেন।হার্ট অ্যাটাক প্রতিরোধের প্রধান উপায় তিনটি। উপায়গুলো হার্ট অ্যাটাকের পাশাপাশি ব্রেইন স্ট্রোক প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে। এগুলো হলো—ধূমপান থেকে বিরত থাকা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখাস্বাস্থ্যকর ও সুষম ডায়েট মেনে চলাহৃদ্রোগের কারণ , লক্ষণ , প্রতিরোধ ও চিকিৎসা  । 

হার্ট অ্যাটাকের চিকিৎসা

হার্ট অ্যাটাকের চিকিৎসায় অ্যাঞ্জিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি অন্তর্ভুক্ত। এনজিওপ্লাস্টি হল এমন একটি পদ্ধতি যা বেলুন এনজিওপ্লাস্টিতে অবস্থার চিকিত্সার জন্য একটি বেলুন এবং একটি স্টেন্ট ব্যবহার করে যেখানে ব্লকেজগুলি ভাঙতে ধমনীতে একটি প্রস্ফুটিত বেলুন চলে যায়।হৃদ্রোগের কারণ , লক্ষণ , প্রতিরোধ ও চিকিৎসা । 

শেষ মন্তব্য

আসসালামু আলাইকুম আমাদের পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন.। তারাও যেন এ বিষয়ে জানতে পারে ও উপকৃত হতে পারে। এবং বিভিন্ন বিষয়ে আরো জানতে ভিজিট করুন nafizit.com এ ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের জ্ঞান মূলক আর্টিকেল লেখা আছে যা পড়ে আপনার বিভিন্ন বিষয় জানতে পারবেন।এবং আপনাদের জ্ঞান-বিধিতে সাহায্য করবে। এবং আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এ থেকে আমরা সেই ভুলটি সংশোধনের চেষ্টা করব।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url