ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস
ত্বক ভালো রাখার অনেক ধরনের উপায় আছে। কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই মেনে চলতে হবে, নাহলে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। সেগুলোর মধ্যে অন্যতম হলো পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, ত্বকের পক্ষে ক্ষতিকর এমন প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকা, ত্বকের জন্য মানানসই উপাদান দিয়ে রূপচর্চা করা ইত্যাদি।ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস
ভূমিকা
প্রতিটি মানুষই চায় সুন্দর ত্বকে নিজেকে সুন্দর করে তুলতে। বাজার চলতি যে সকল বিউটি প্রোডাক্ট রয়েছে, সেগুলো কতটা ভরসাযোগ্য তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। আপনার মসৃণ ও কোমল ত্বকের রহস্য কিন্তু আপনার হাতের মুঠোতেই। তবে সেই মুঠো খুলতে হলে আপনাকে কিন্তু আজকের লেখাটি পড়তেই হবে। আপনার রোজকার ব্যবহৃত কয়েকটি প্রাকৃতিক উপাদান ঠিক কীভাবে ব্যবহার করবেন সুন্দর ত্বক পাওয়ার জন্য আজ সেটাই আপনাদের জানাবো।ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস
ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস
- স্পঞ্জ-ব্লেন্ডার নিয়মিত পরিষ্কার করুন আপনার ব্যবহৃত স্পঞ্জ, ব্রাশ, তুলি, ব্লেন্ডার ব্যবহারের পর সেভাবেই ফেলে রাখবেন না। ...
- ময়েশ্চারাইজার ব্যবহার করুন অনেকে মনে করেন, শুধু শীত এলেই বুঝি ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। ...
- স্ক্রাব ব্যবহার করুন ...
- ধরন বুঝে যত্ন ...
- সানস্ক্রিন ব্যবহার করুন । ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস
স্পঞ্জ-ব্লেন্ডার নিয়মিত পরিষ্কার
হ্যালো, আপনার বিউটি ব্লেন্ডার পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় হল একটি মাইক্রোওয়েভ সেফ বাটিতে কয়েক ফোঁটা তরল সাবান যোগ করুন এবং জল যোগ করুন এবং মেশান। স্পঞ্জটি ডুবিয়ে রাখুন এবং মাইক্রোওয়েভে প্রায় 20 সেকেন্ডের জন্য। সরান এবং গরম জলের নীচে ধুয়ে ফেলুন এবং এটি নতুন হিসাবে ভাল হবে।ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস
ময়েশ্চারাইজার ব্যবহার
ময়েশ্চারাইজার ত্বকের এই হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে খুবই সহায়ক। আর্দ্রতার অভাবে ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে অকালে বুড়িয়ে যায়। ত্বকের কোমলতা ধরে রাখতে, মুখের খড়খড়ে ভাব দূর করতে এবং অকালে বয়সের ছাপ রোধ করতে ময়েশ্চারাইজারের কোনো বিকল্প নেই।ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস
স্ক্রাব ব্যবহার
১) ত্বকের বাইরের স্তরে ধুলো-ময়লা, মৃত কোষ পরিষ্কার করতে স্ক্রাব ব্যবহার করতেই হবে। ২) মুখের উন্মুক্ত রন্ধ্রে জমে থাকা তেল, ব্ল্যাকহেড্স দূর করতেও স্ক্রাব অব্যর্থ। ৩) ত্বকে নতুন কোষ তৈরিতে উৎসাহ জোগায় এক্সফোলিয়েটর বা স্ক্রাবার। ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতেও এই প্রসাধনীর ভূমিকা রয়েছে।ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস
ধরন বুঝে যত্ন
অনেকে নিজের ত্বকের যত্ন নিলেও সুফল পান না। এর বড় কারণ হতে পারে, নিজের ত্বকের ধরন সম্পর্কে না জানা বা বুঝতে না পারা। যে কারণে তারা ত্বকের জন্য মানানসই নয় এমন কোনো উপাদান দিয়ে রূপচর্চা করে থাকেন। এতে উপকারের বদলে মেলে ক্ষতি। তাই নিজের ত্বকের ধরন বুঝে যত্ন নেওয়ার জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস
সানস্ক্রিন ব্যবহার
বাইরে যাওয়ার বেশ কিছুক্ষণ আগেই সানস্ক্রিন ব্যবহার করতে হবে ঘর থেকে বের হওয়ার অন্তত ৩০ মিনিট আগে মুখ ও গলার ত্বকে সানস্ক্রিন লাগিয়ে নিন। সানস্ক্রিন লাগানোর সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলে ত্বক সানস্ক্রিনের গুণাগুণ শোষণ করার আগেই তা ঘেমে মুছে যায়। অনেক সময় সানস্ক্রিন মুখে সাদা হয়ে থাকে (হোয়াইট কাস্ট)।ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস
শেষ কথা
আসসালামু আলাইকুম আমাদের বিউটি টিপস ত্বক ভালো রাখার প্রয়োজনীয় ৫ টিপস পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন.। তারাও যেন এ বিষয়ে জানতে পারে ও উপকৃত হতে পারে। এবং বিভিন্ন বিষয়ে আরো জানতে ভিজিট করুন nafizit.com এ ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের জ্ঞান মূলক আর্টিকেল লেখা আছে যা পড়ে আপনার বিভিন্ন বিষয় জানতে পারবেন।এবং আপনাদের জ্ঞান-বিধিতে সাহায্য করবে। এবং আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এ থেকে আমরা সেই ভুলটি সংশোধনের চেষ্টা করব।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url