কম টাকায় বিমানের টিকিট কাটার দশটি উপায় -
আকাশ পথে ভ্রমণ সবচেয়ে আরামদায়ক, সহজ ও দ্রুততম। ঘুরতে যাওয়া থেকে শুরু করে ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাজে প্রায়ই উড়োজাহাজ ভ্রমণের দরকার হয় অনেকেরই।দেশের ভেতরে উড়োজাহাজ ছাড়া ভ্রমণ করার সুযোগ থাকলেও দেশের বাইরে যেতে এর বিকল্প নেই বললেই চলে।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
ভূমিক
একদিকে যেমন বিমান টিকিটের দাম বাড়ছে, তেমনি বাড়ছে ভিনদেশে বেড়াতে যাওয়ার প্রবণতা। কম খরচে বিমানের টিকিট কাটার কিছু কৌশল জানা থাকলে আপনিও হয়তো বাজেটের মধ্যে একটা বিদেশভ্রমণের পরিকল্পনা করে ফেলতে পারবেন। চলুন, জেনে নিই এমনই দশটি উপায় এবং টিকেট কাটতে কি কি লাগে ইত্যাদি ।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
বিমানের টিকেট কাটার দশটি উপায়
১। ট্যুরিজমবিষয়ক মেলার খোঁজ
পর্যটনবিষয়ক বিভিন্ন মেলায় গেলে পেয়ে যাবেন ভ্রমণসম্পর্কিত হালনাগাদ তথ্য, এয়ারলাইনসের বিশেষ অফার, কিংবা বিশেষ ছাড়ে ট্যুর প্যাকেজ। অনেক সময় শুধু এই আয়োজনগুলোকে কেন্দ্র করে বিশেষ ছাড়ে বিমানের টিকিট বিক্রি হয়। বিশেষ করে বাংলাদেশ বিমানের টিকিট এই মেলাগুলোতেই কম দামে পাওয়া যায়। তাই ফেসবুকে বিভিন্ন ইভেন্টের খোঁজখবর রাখুন। বছরে অন্তত তিনটি বড় পর্যটনবিষয়ক মেলা পেয়েই যাবেন।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
২। তৃতীয় পক্ষীয় ওয়েবসাইট ব্যবহার
ইন্টারনেট ঘাঁটলে এমন হাজারো ওয়েবসাইটের সন্ধান পাবেন, যারা আপনার ভ্রমণকে সহজ করবে। সব ওয়েবসাইটই যে বিশ্বাসযোগ্য, তা-ও নয়। তবে জনপ্রিয় কিছু দেশি ও বিদেশি ওয়েবসাইট বেশ কয়েক বছর ধরেই এ ক্ষেত্রে ভালো সেবা প্রদান করে আসছে। বিদেশি ওয়েবসাইটের মধ্যে যেমন আছে স্কাইস্ক্যানার, কায়াক, কিউই। কখন, কীভাবে গেলে টিকিট কম খরচে পাবেন, তা এসব ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। শেয়ারট্রিপ, গোযায়ানের মতো দেশি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমেও সরাসরি টিকিট কেটে ফেলতে পারেন। এসব প্রতিষ্ঠানের অ্যাপের মাধ্যমেও সাশ্রয়ে টিকিট পাওয়া যায়। তাই সরাসরি এয়ারলাইনসের ওয়েবসাইটের বদলে এসব ওয়েবসাইট বা অ্যাপের সাহায্য নিন।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
৩। সবসময় উড়োজাহাজ সংস্থার ওয়েবসাইট ভিজিট করুন
যে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করছেন, সেখানে যেসব এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করে, সেসব এয়ারলাইনসের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
তারা প্রায়শই তাদের ওয়েবসাইটে বিশেষ ছাড় বা নানা রকম অফার দিয়ে থাকে, পাওয়া যায় ডিসকাউন্ট ভাউচার। এর পাশাপাশি চোখ রাখতে পারেন তাদের ফেসবুক পেজেও।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
৪। ক্রেডিট কার্ডের মাধ্যমে বুকিং
ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ক্রেডিট কার্ড ব্যবহারে আকৃষ্ট করতে নানা ধরনের অফার দিয়ে থাকে। ফলে, ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেট বুকিং করলে পেয়ে যাতে পারেন ডিসকাউন্ট। এর জন্য বুকিংয়ের আগে জেনে নিতে হবে যে আপনি যে ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কাটছেন, তাদের ডিসকাউন্ট অফার আছে কি না এবং থাকলে কতটা আছে।
এ ছাড়া, এসব ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি দেশ-বিদেশের বিমানবন্দরে ভিআইপি ওয়েটিং লাউঞ্জে বাড়তি সুবিধা পেয়ে যাবেন।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
৫. এয়ারলাইনসের অফারের খবর রাখা
বিভিন্ন এয়ারলাইনস বছরের বিভিন্ন সময়ে বিশেষ কিছু মূল্য ছাড় দেয়। এই মূল্যছাড় সম্পর্কে অবগত থাকার একটি সহজ উপায় হলো—সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় এয়ারলাইনসের পেজ অনুসরণ করা। যখনই কোনো নতুন অফার আসবে, সাশ্রয়ী দামে বিমানের টিকিট কিনে ফেলুন। এ ক্ষেত্রে কখনো কখনো ট্রানজিটসহ ফ্লাইট বেছে নিতে হতে পারে। যেমন ধরা যাক, সিঙ্গাপুর এয়ারলাইনের অফার চলছে। আপনার গন্তব্য যদি মালয়েশিয়া হয়, আপনি মালয়েশিয়া এয়ারলাইনসে সরাসরি না গিয়ে যদি সিঙ্গাপুর এয়ারলাইনসের টিকিট বেছে নেন, তাহলে হয়তো সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে কয়েক ঘণ্টার ট্রানজিট পড়বে; কিন্তু আপনি টিকিট পাবেন কম দামে।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
৬। গ্রুপ বা প্যাকেজের মাধ্যমে ভ্রমণ
দেশি-বিদেশি ট্র্যাভেল এজেন্সিগুলো বেড়াতে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট অফার মূল্যে প্যাকেজ দিয়ে থাকে। এজেন্সিগুলোর এসব প্যাকেজে উড়োজাহাজের ভাড়াসহ ভ্রমণের সব খরচই অন্তর্ভুক্ত থাকে।
তাই কোথাও ঘুরতে যাওয়ার আগে ট্রাভেল এজেন্সিগুলো ফেসবুক পেজ ও গ্রুপগুলো থেকে তথ্য নিতে পারেন।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
৭। সুবিন্যস্ত পরিকল্পনা
স্বল্প মূল্যে টিকিট বুকিংয়ের আরও একটি উপায় হলো সুবিন্যস্ত উপায়ে ভ্রমণের পরিকল্পনা করা। মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে কিংবা বিশেষ দিনগুলোতে যেমন- ঈদ, বড়দিনসহ অন্যান্য উৎসবের দিনগুলোতে কম খরচে টিকিট পাওয়া যায়। কারণ এসব দিনে আকাশপথে মানুষজন কম ভ্রমণ করেন ।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
৮। অগ্রিম টিকিট সংগ্রহ
ফ্লাইট ছাড়ার কমপক্ষে তিন সপ্তাহ আগে এয়ার টিকিট সংগ্রহ করুন। যত আগে টিকিট সংগ্রহ করবেন তত কম দামে টিকিট পাবেন।আগেভাগে টিকিট বুকিং দিলে নিজের পছন্দ মতো আসন পাওয়া যায়। এছাড়া আপনি যদি গুগল ফ্লাইট বা কায়াকের মতো ট্র্যাভেল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন, তাহলে সেসব সার্চ ইঞ্জিন থেকে অল্প সময়ের মধ্যে টিকিট বুকিংয়ের খরচ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তবে এসব সার্চ ইঞ্জিনে দেখানো তথ্য সবসময় যে সঠিক হয় তা ঠিক নয়।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
৯। বিকল্প এয়ারপোর্ট দেখুন
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থলগুলোতে পৌঁছনোর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই একের বেশি এয়ারপোর্ট হয়ে যেতে পারেন এবং আমি সবসময় কোথাও যাওয়ার আগে সবকটি এয়ারপোর্ট হয়ে যাওয়ার খরচ দেখেনি। দুবাই থেকে টার্কি যাওয়ার সময় একবার প্রধান আতাতুর্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইটের দাম এত বেশি ছিল, আমি ট্রিপ প্রায় ক্যান্সেল করে দিচ্ছিলাম। কিন্তু, সৌভাগ্যক্রমে তখনই জানতে পারি, ইস্তানবুলে আছে আরও একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট সাবিহা গোকসেন। আর কী আশ্চর্য, টিকিট পেলাম প্রচন্ড সস্তায়। বিমান ভাড়া এত কম হওয়ায় আমি মনের আনন্দে টার্কির ইতিহাস ও সংস্কৃতি উপভোগ করতে পেরেছিলাম।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
১০। টিকিট কখন কাটবেন সেটাই আসল বিষয়
সত্যি বলতে, বিমান টিকিট কাটার জন্য সেরা সময় খুঁজে পাওয়ার ব্যাপারে সেরকম কোনও নিয়ম কিন্তু নেই। কিন্তু প্রাথমিক কতগুলো পদক্ষেপ নিয়ে রাখা ভাল। প্রথমত, আমি বেশ অনেকদিন আগে থেকেই ফ্লাইটের ওপর নজর রাখতে শুরু করি, যাতে বুঝতে পারি ভাড়াটা মোটামুটি কতটা হতে পারে। দ্বিতীয়ত, আমি মোটামুটি বিমানে চড়ার প্রায় ৬ সপ্তাহ আগে টিকিট কাটি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যবশত আপনি অবিশ্বাস্য কোনও লাস্ট-মিনিট ডিল পেতে পারেন, কিন্তু সেই আশায় বসে থাকলে শেষ মুহূর্তে টিকিটের দাম বেড়ে হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগও আছে। আর দিন বলতে গেলে মঙ্গল বা বুধবার ফ্লাইট টিকিট একটু বেশি সস্তা হয় কারণ ওইদিন গুলোতে বিজনেস ট্র্যাভেলারদের সংখ্যা কম থাকে, ফলে ফ্লাইটের চাহিদাও কম হয়, আর তাই দামও কম হয় কিছুটা।কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
বিমানের টিকেট কাটতে কি কি লাগে?
অনলাইনে টিকেট কাটতে যা যা লাগবে
- ন্যাশনাল আইডি কার্ড
- বৈধ আন্তর্জাতিক পাসপোর্ট ও ভিসা
- যাত্রা শুরু সময়, গন্তব্যস্থান ও টিকিটের সংখ্যা
- মূল্য পরিশোধের জন্য ব্যাংক, মোবাইল পেমেন্ট সিস্টেম বা কার্ডে টাকা থাকা । কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় -
শেষ মন্তব্য
আসসালামু আলাইকুম আমাদের কম টাকায় বিমানের টিকেট কাটার দশটি উপায় - সম্পকিত পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন.। তারাও যেন এ বিষয়ে জানতে পারে ও উপকৃত হতে পারে। এবং বিভিন্ন বিষয়ে আরো জানতে ভিজিট করুন nafizit.com এ ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের জ্ঞান মূলক আর্টিকেল লেখা আছে যা পড়ে আপনার বিভিন্ন বিষয় জানতে পারবেন।এবং আপনাদের জ্ঞান-বিধিতে সাহায্য করবে। এবং আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এ থেকে আমরা সেই ভুলটি সংশোধনের চেষ্টা করব।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url