ডিজিটাল বই সংস্করণ ই-বুক



ইলেক্ট্রনিক বুক যাকে ই-বুক, ডিজিটাল বুক বা ই-সংস্করণও বলা হয়। এটি এমন একটি বই যার প্রকাশনা করা হয়েছে ডিজিটাল আকারে, যাতে সাধারণ বইয়ের মতোই লেখা, ছবি, চিত্রলেখ ইত্যাদি রাখা হয়েছে এবং এগুলো কম্পিউটার বা অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রে পড়া যায়।ডিজিটাল বই সংস্করণ ই-বুক

ভূমিকা

ডিজিটাল বুক (যাকে ইলেক্ট্রনিক বুক/ ই-বুক/ ই-সংস্করনও বলা হয়) হল একটি বই যার প্রকাশনা করা হয়েছে ডিজিটাল আকারে, যাতে সাধারণ বইয়ের মতই লেখা, ছবি, চিত্র ইত্যাদি রাখা হয়েছে এবং এগুলো কম্পিউটার বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসে পড়া যায়। এটি চালানো যায় যেমন কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোন ইত্যাদি। আমাদের আজকের আলোচনার বিষয় ই-বুক কি ,ই-বুক কত প্রকার ও কি কি , ই-বুক এর পূর্ণরূপ কি,ডিজিটাল বই সংস্করণ ই-বুক, ই-বুকের সুবিধা ও অসুবিধা , ই-বুক কিভাবে পড়া যায় ই-বুক পড়ার সেরা ডিভাইজ ইত্যাদি ।ডিজিটাল বই সংস্করণ ই-বুক

ই-বুক কি

একটি ইবুক ( ইলেক্ট্রনিক বইয়ের জন্য সংক্ষিপ্ত), ই-বুক বা ইবুক নামেও বানান করা হয়, এটি একটি বই প্রকাশনা যা ইলেকট্রনিক আকারে উপলব্ধ করা হয়, এতে পাঠ্য, ছবি বা উভয়ই রয়েছে, যা কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফ্ল্যাট-প্যানেল প্রদর্শনে পাঠযোগ্য। ডিজিটাল বই সংস্করণ ই-বুক

ই-বুক কত প্রকার ও কি কি

সাধারণভাবে ই-বুককে নিম্নোক্ত পাঁচটি ভাগে ভাগ করা যায়:
  • মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি। এই ধরনের ই-বুকগুলো মূলত মুদ্রিত বইয়ের মতই হয়ে থাকে। ...
  • যে ই-বুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, এগুলো সচরাচর এইচটিএমএল-এ প্রকাশিত হয়। ...
  • মুদ্রিত বই-এর মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধাসহ ই-বুক। ডিজিটাল বই সংস্করণ ই-বুক
  • চৌকস ই-বুক। ...
  • ই-বুকের অ্যাপস।

ই-বুক এর পূর্ণরূপ কি

একটি ইলেক্ট্রনিক বুক (যাকে ই-বুক, ইবুক, ডিজিটাল বুক বা ই-সংস্করণও বলা হয়) হলো একটি বই যার প্রকাশনা করা হয়েছে ডিজিটাল আকারে, যাতে সাধারণ বইয়ের মতই লেখা, ছবি, চিত্রলেখ ইত্যাদি রাখা হয়েছে এবং এগুলো কম্পিউটার বা অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রে পড়া যায়।ডিজিটাল বই সংস্করণ ই-বুক ।

ডিজিটাল বই সংস্করণ ই-বুক 

ই-বুকগুলোকে 'ই-বুকস', 'ই-জার্নাল', 'ই-সংস্করণ' বা 'ডিজিটাল বই' হিসাবেও উলেস্নখ করা হয়। একটি ডিভাইস যা বিশেষত ই-বুক পড়ার জন্য ডিজাইন করা হয়েছে তাকে 'ই-রিডার', 'ই-বুক ডিভাইস' বা 'ই-রেডার' বলা হয়।১৯৩০ সালে বব ব্রাউন দ্বারা প্রকাশিত তার প্রথম 'টকি' শব্দসহ সিনেমা দেখার পরে তিনি 'টকি'র ধারণাটি বাদ দিয়ে এর নাম দিয়েছেন দ্য রেডিজ। ব্রাউন তার বইয়ে বলেছেন যে সিনেমাগুলো 'টকিজ' তৈরি করে বইটির চেয়ে অনেক বেশি দরকার। কারণ একটি সাধারণ রিডিং মেশিন যা বহন করা যায় বা নিয়ে ঘুরে বেড়ানো যায়। যে কোনো পুরানো বৈদু্যতিক লাইট পস্নাগের সঙ্গে সংযুক্ত করে ১০ মিনিটের মধ্যে এক লাখ-শব্দের উপন্যাস পড়তে পারা যায়। ব্রাউনের ধারণাটি অবশ্য অর্থোগ্রাফি এবং শব্দভান্ডার সংশোধন করার দিকে অনেক বেশি জোর দিয়েছিল। ই-বুকের উদ্ভাবক হলেন রবার্তো বুসা (১৯৪৬-১৯৭০), অ্যাঙ্গেলা রুইজ রোবলস (১৯৪৯), ডগলাস এঙ্গেলবার্ট এবং অ্যান্ড্রিজ ভ্যান ড্যাম (১৯৬০), মাইকেল এস হার্ট (১৯৭১)। বর্তমানে ই-বুকের জন্য পিডিএফ, ইপাব, মোবি ফরম্যাটই বেশি জনপ্রিয়।

ই বুক এর সুবিধা

ই-বুক ব্যবহারের সুবিধা নিচে দেওয়া হল ঃ 
  • ই-বুক ডাউনলােড করে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব।
  • ব্যবহারিকভাবে ই-বুক সংরক্ষণের জন্য কোন লাইব্রেরি বা কক্ষের প্রয়ােজন নেই, কম্পিউটার বা রিডিং ডিভাইসে ই-বুক সহজে সংরক্ষণ করা যায়।
  • ই-বুক সহজে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়।ডিজিটাল বই সংস্করণ ই-বুক
  • ই-বুকে সহজে তথ্য সার্চ করা যায়।

ই বুক এর অসুবিধা কি

ই - বুক এর এত এত সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। যেমনটা আগেই একবার বলেছি ইবুক এ আপনি মুদ্রিত বইয়ের মত ফিল পাবেন না। এছাড়া,ইবুকের ক্ষেত্রে লেখক কিংবা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ীক এবং অর্থনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে। আবার, ডিজিটাল স্ক্রিনে দীর্ঘক্ষন অসচেতনভাবে তাকিয়ে থাকলে চোখেরও কিছু অসুবিধা হতে পারে।ডিজিটাল বই সংস্করণ ই-বুক

ই-বুক কিভাবে পড়া যায়

আপনি শুরু করার আগে আপনার পড়ার উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করা ভাল - আপনি কেন এই বইটি পড়ছেন, আপনি ইতিমধ্যে কী জানেন এবং আপনাকে কী খুঁজে বের করতে হবে? এই প্রশ্নের উত্তর আপনাকে কী অনুসন্ধান করতে হবে এবং এটি খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় নির্ধারণ করতে সহায়তা করবে৷ । ডিজিটাল বই সংস্করণ ই-বুক

ই-বুক পড়ার সেরা ডিভাইজ 

ই-বুকের জন্য অনেক জনপ্রিয় সাইট রয়েছে। যে কোনো বইয়ের নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন বইটি। গুগলে নহবনড়ড়শংঢ়ফভ লিখে সার্চ দিলে প্রায় ৫০০০-এর অধিক বাংলা ই-বুক পাওয়া যায়। সাধারণ অ্যান্ড্রয়েড দিয়েই ই-বুক পড়তে পারা যায়। অ্যান্ডয়েডে অনেক জনপ্রিয় ই-বুক রিডারগুলোর মধ্যে সড়ড়হ ৎবধফবৎ ঢ়ৎড়, মড়ড়মষব ঢ়ফভ ৎবধফবৎ তবে সেরা ই-বুক রিডার হলো বজবধফবৎ চৎবংঃরমরড় বঢ়ঁন ঢ়ফভ, এটা দিয়ে ঢ়ফভ, বঢ়ঁন, সড়নর ফরম্যাট পড়া যায়। এমাজনের কিন্ডলে ই-বুক পড়ার সেরা ডিভাইজ।

শেষ মন্তব্য 

আসসালামু আলাইকুম আমাদের পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন.। তারাও যেন এ বিষয়ে জানতে পারে ও উপকৃত হতে পারে। এবং বিভিন্ন বিষয়ে আরো জানতে ভিজিট করুন nafizit.com এ ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের জ্ঞান মূলক আর্টিকেল লেখা আছে যা পড়ে আপনার বিভিন্ন বিষয় জানতে পারবেন।এবং আপনাদের জ্ঞান-বিধিতে সাহায্য করবে। এবং আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এ থেকে আমরা সেই ভুলটি সংশোধনের চেষ্টা করব। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url