বর্তমান সময়ের সেরা মোটরসাইকেল আপডেট খবর



ইয়ামাহা স্যালুটো বাইকটিতে সংযুক্ত করা হয়েছে ১২৫ সিসির পাওয়ার ইঞ্জিন। ইঞ্জিনটি ৪ স্ট্রোক বিশিষ্ট, টুইন ভাল্ভ, এসওএইচসি ইঞ্জিন যা সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ার কুল্ড। ইঞ্জিনটি ৮.২ বিএইচপি @৭০০০ আরপিএম ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। এর পাশাপাশি বাইকটি ১০.১ নিউটন মিটার @৪৫০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে।

ভূমিকা 

ইয়ামাহা সালুতো বর্তমানে ১২৫ সিসি সেগমেন্টে অন্যতম ইকোনমিক্যাল এবং বাস্তববাদী মোটরসাইকেল। সবাইকে বাইকটির সকল ফিচার সম্পর্কে জানাতে আজ আমরা আলোচনা করবো ইয়ামাহা স্যালুট বাইক সম্পকিত তথ্য যা ওপরে দেওয়া আছে , ইয়ামাহা স্যালুট বাইকের সুবিধা , ইয়ামাহা স্যালুট বাইকের অসুবিধা , ইয়ামাহা সালুতো ডিজাইন এবং স্টাইল , Yamaha Saluto ওভারভিউ ইত্যাদি । বর্তমান সময়ের সেরা মোটরসাইকেল আপডেট খবর

ইয়ামাহা স্যালুট বাইকের সুবিধা

ইয়ামাহা স্যালুটোর ভালো দিক
অপারেটিং রেঞ্জের মধ্যে মোটামুটি সব আরপিএম এ পাওয়ারফুল ও স্মুথ ইঞ্জিন অপারেশন।
এর স্পিড রেঞ্জের মধ্যে এক্সিলারেশনের একটি চমৎকার থ্রাস্ট পাওয়া যায়।
উল্লেখ করার মতোই ভালো মাইলেজ; এমনকি পাহাড়ী পথেও।
পাওয়ার, মাইলেজ আর কম্ফোর্ট এর খুব স্বমন্বিত একটি প্যাকেজ।
বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো।বর্তমান সময়ের সেরা মোটরসাইকেল আপডেট খবর 

 ইয়ামাহা স্যালুট বাইকের অসুবিধা

বাইকটির কিছু অসুবিধা হলঃ

হেডলাইটের আলো অনেক কম,তাই আমি ফগ লাইট ব্যবহার করছি
বাইকটির মিটার হচ্ছে এনালগ মিটার
বাইকের টায়ারটি চিকন এতে স্কিড হওয়ার সম্ভাবনা বেশি
ওডোমিটারে কোন রেভ কাউন্টার নাই
পেছনের ব্রেকটা তুলনামুলকভাবে সামনের ব্রেকের মত না ।বর্তমান সময়ের সেরা মোটরসাইকেল আপডেট খবর

ইয়ামাহা সালুট  ডিজাইন এবং স্টাইল



ডিজাইন এবং স্টাইল এর দিক দিয়ে ইয়ামাহা সালুতো ১২৫ যথেষ্ট ক্লাসি । এটার সিম্পল এবং স্লীক ডিজাইন যেকোন কর্পোরেট বাইকার এর সাথে সম্পূর্ন মানিয়ে যায়। বর্তমানে মোটরসাইকেল কেবলমাত্র একটি বাহন নয়, বরং ব্যবহারকারীর ইউনিফর্ম হিসেবে কাজ করে এবং সেদিক দিয়ে Yamaha Saluto একটি অত্যান্ত মানসম্মত ইউনিফর্ম। এর স্টাইলিং এবং ডিজাইন যেকোন বয়সের ব্যবহারকারীর সাথে মানিয়ে যায় । Yamaha Saluto একটি আধুনিক ডিজাইনের বাইক যার সারাদেহে চকচকে এবং তীক্ষ্ণ ডিজাইন রয়েছে। এর সবচাইতে আকর্ষনীয় অংশগুলো হচ্ছে এর হেডল্যাম্প, ফুয়েল ট্যাংক, এবং এর টেইল প্যানেল ।বর্তমান সময়ের সেরা মোটরসাইকেল আপডেট খবর

Yamaha Saluto ওভারভিউ

কমিউটার মোটরসাইকেল এর সেগমেন্টগুলোর মধ্যে ১২৫ সিসি সেগমেন্টকে অন্যতম শক্তিশালি সেগমেন্ট হিসেবে ধরা হয়। এই সেগমেন্ট এর ব্যবহারকারীরা মূলত কমিউটিং করেন, তবে এর পাশাপাশি তাদের শক্তি এবং অবশ্যই রুচিসম্মত স্টাইলিং এর প্রয়োজন হয়। এসকল কারনেই ১২৫ সিসি সেগমেন্ট ক্রেতার চাহিদা পূরন করার জন্য অন্যতম চ্যালেঞ্জিং সেগমেন্ট। Yamaha Motorcycles এই চ্যালেঞ্জকে সামনে রেখেই Yamaha Saluto বাইকটিকে ডেভেলপ করেছে। ইয়ামাহা সালুতো বাইকটি পাওয়ার, স্টাইলিং, এবং ফুয়েল এফিশিয়েন্সি এর একটি যথাযথ কম্বিনেশন।বর্তমান সময়ের সেরা মোটরসাইকেল আপডেট খবর

ইয়ামাহা স্যালুট এর ইঞ্জিন

বাইকটি প্রতি ঘণ্টায় ১০০ কিমি টপ স্পিড দিতে সক্ষম। এর পাশাপাশি বাইকটি প্রতি লিটারে ৬০ কিমি মাইলেজ দিতে সক্ষম। বাইকটির মাইলেজ সত্যিই বেশ ভালো। বাইকটির ফুয়েল এফিশিয়েন্সিও বেশ ভালো।

বাইকটিতে ওয়েট মাল্টি-প্লেট ক্লাচ এবং ৪ স্পিড গিয়ারবক্স সংযুক্ত আছে, যা বাইকটিকে স্মুথ ট্রান্সমিশনে সাহায্য করে। বাইকটির স্টার্টিং এর ক্ষেত্রে বাইকটিতে ইলেক্ট্রিক এবং কিক-স্টার্ট, দুটি অপশনই দেওয়া রয়েছে।

বাইকটির ইঞ্জিনে আরও সংযুক্ত আছে ৫২.৪ মিমি সাইজের বোর এবং ৫৭.৯ মিমি সাইজের স্ট্রোক।বর্তমান সময়ের সেরা মোটরসাইকেল আপডেট খবর


ইয়ামাহা স্যালুট এর ব্রেক 

ইয়ামাহা স্যালুটো ১২৫ বাইকটির সামনের চাকায় সংযুক্ত করা হয়েছে ২৫০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় সংযুক্ত আছে ড্রাম ব্রেক। বাইকটির ডিস্ক-ড্রাম ব্রেক সেটআপ বেশ ভালো ফিডব্যাক দেয় যার ফলে উঁচু-নিচু এবং ভাঙ্গা রাস্তায় গতি নিয়ন্ত্রণে রাইডারের তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না।বর্তমান সময়ের সেরা মোটরসাইকেল আপডেট খবর

ইয়ামাহা স্যালুট এর টায়ার

বাইকটির সামনে ৮০/১০০ -১৮ ৪৭ পি সাইজের টায়ার এবং পেছনে ৮০/১০০ -১৮ ৫৪ পি সাইজের টায়ার সংযুক্ত করা হয়েছে। বাইকটির উভয় চাকায় ১৮ ইঞ্চির ছয়-স্পোক ম্যাট ব্ল্যাক ফিনিশড রিম সংযুক্ত করা হয়েছে এবং দুটোই অ্যালয় টিউবলেস টায়ার। বাইকটির উভয় টায়ারের ফিডব্যাক বেশ ভালো। তবে এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় বাইকের টায়ার দুটো তুলনামূলকভাবে চিকন।বর্তমান সময়ের সেরা মোটরসাইকেল আপডেট খবর 

উপসংহার

আসসালামু আলাইকুম আমাদের বর্তমান সময়ের সেরা মোটরসাইকেল আপডেট খবর সম্পকিত পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন.। তারাও যেন এ বিষয়ে জানতে পারে ও উপকৃত হতে পারে। এবং বিভিন্ন বিষয়ে আরো জানতে ভিজিট করুন nafizit.com এ ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের জ্ঞান মূলক আর্টিকেল লেখা আছে যা পড়ে আপনার বিভিন্ন বিষয় জানতে পারবেন।এবং আপনাদের জ্ঞান-বিধিতে সাহায্য করবে। এবং আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এ থেকে আমরা সেই ভুলটি সংশোধনের চেষ্টা করব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url