ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে রিফিউজি পাতার ব্যবহার
Refugee শব্দটি ইংরেজি যার সহজ বাংলা প্রত্যাখ্যাত। এই লতাটি প্রত্যাখ্যাত হয়ে বাংলার আবহাওয়ার কাঁধে চড়ে, অন্য গাছের অন্যতম শত্রু হিসেবে ভূমিকা রাখে। এ কারণেই তাকে ‘রিফিউজি লতা’ বলা হয়।ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে রিফিউজি পাতার ব্যবহার
ভূমিকা
অতি পরিচিত এই লতার বহু নাম। যেমন, জার্মানি লতা, জাপানী লতা, ফিরিঙ্গী লতা, আসামী লতা, বিকাশ লতা, পান লতা ইত্যাদি।প্রকৃত অর্থে এটার বাংলা নাম ‘ফিরিঙ্গী’ লতা। এর পক্ষে সবল যুক্তি আছে। কেননা এই লতাটির আদি বাসস্থান হচ্ছে, মেক্সিকো, এল সালভেদর, গুয়েতেমালা, নিকারাগুয়া, ইকুয়েডর, পানামা, কিউবা, পেরু, কলাম্বিয়া মত দেশ গুলোতে। আসুন জানা যাক এই রিফিউজি বা ফিরিঙ্গী পাতা এর গুণাগুণ কি কি এর উপকারিতা কি এটি ত্বকের কোন কোন সমস্যা সমাধানে ব্যবহার করা হয় । এবং এর ঔষধি গুণাগুণ কি কি । ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে রিফিউজি পাতার ব্যবহার
রিফিউজি পাতার গুণাগুণ
রিফুজি লতার পাতার রস নিয়মানুযায়ী খেলে প্রস্রাবের ইনফেকশন রোধ হয় এবং প্রস্রাবে জ্বালাপোড়া ভালো হয়। মানবদেহের লিভারের সমস্যায় এই পাতার রস উপকারে আসে। চোখ লাল হওয়া রোগে এই পাতার রস পরিমাণ মতো খেলে অল্প সময়েই আরোগ্য মেলে। পাকস্থলী প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেলে প্রতিকার পাওয়া যায়।ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে রিফিউজি পাতার ব্যবহার
রিফিউজি পাতার উপকারিতা
লতা খুব দ্রুত বর্ধনশীল। কাটা ক্ষত, রক্তপড়া বন্ধ, গ্যাস্ট্রিক আলসার, ডায়রিয়া, ঘা, দাদ, চুলকানি, খোস-পাঁচড়া, অ্যাকজিমা, সিফিলিস, সাপের কামড়ে বিষক্রিয়া, বিভিন্ন বিষাক্ত পোকার কামড়, পাকস্থলীর প্রদাহ, ম্যালেরিয়া জ্বর, মাথাব্যথা ও ঠান্ডা নিবারণে এবং ডায়াবেটিস রোধ ও যকৃতের সুরক্ষায় এটি ব্যবহৃত হয়।
এই লতাটির অনেক গুণের মধ্যে অন্যতম হল Antibacterial and Antimicrobial উৎপাদান খুবই শক্তিশালী । উপস্থিত ক্ষেত্রে রক্ত বন্ধ করা পচন রোধ করার ক্ষেত্রে খুবই সহায়ক ।ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে রিফিউজি পাতার ব্যবহার
ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে রিফিউজি পাতার ব্যবহার
মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।এবং ত্বকের আরও বিভিন্ন সমস্যার সমাধান করে যেমন -
বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন। * চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে। * এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে রিফিউজি পাতার ব্যবহার
রিফিউজি পাতার ঔষধি গুণাগুণ
- প্রসাবে জ্বলাপোড়ায় নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে।
- লিভারের যে কোন সমস্যায় এই পাতার রস অনেক উপকার করে।
- চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে গেছে।
- পাকস্থলীর প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা চিবিয়ে খেয়ে নিন।
- এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
- শরীরের কাটা ছেঁড়ায় এ লতার পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে তিন থেকে চার ঘন্টা বেধে রাখুন, জোড়া লেগে যাবে।
- বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষে রস পানির সাথে মিশিয়ে পু্রো শরীর ধুয়ে ফেলুন।
- রক্ত দূষিত হলে ৭দিন প্রতি সকালে খালি পেটে আধা-কাপ পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন।
- পেটে গ্যাস, এসিডিটি হলেই আধা-কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে।
- বিষাক্ত পোকা-মাকড় কাঁমড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষে লাগিয়েরাখুন।
- চুলকানী, একজিমা, দাদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে।
- এই পাতার রস কাচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দুর হয়।
- মূখে মেসতা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে।ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে রিফিউজি পাতার ব্যবহার
শেষ কথা
আসসালামু আলাইকুম আমাদের বিউটি টিপস ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে রিফিউজি পাতার ব্যবহার পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন.। তারাও যেন এ বিষয়ে জানতে পারে ও উপকৃত হতে পারে। এবং বিভিন্ন বিষয়ে আরো জানতে ভিজিট করুন nafizit.com এ ওয়েবসাইটে এখানে বিভিন্ন রকমের জ্ঞান মূলক আর্টিকেল লেখা আছে যা পড়ে আপনার বিভিন্ন বিষয় জানতে পারবেন।এবং আপনাদের জ্ঞান-বিধিতে সাহায্য করবে। এবং আমাদের আর্টিকেলের মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এ থেকে আমরা সেই ভুলটি সংশোধনের চেষ্টা করব।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url