অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ
কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। এই সমুদ্র সৈকতটি লম্বায় ১৮ কিলোমিটার (১১ মাইল) এবং বিস্তৃতিতে ৩ কিলোমিটার (১.৯ মাইল)। এই সৈকতের বিশেষত্ব হলো ভৌগোলিক অবস্থানের কারণে এ সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য দেখতে পাওয়া যায়।অপূব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ
ভূমিকা
শহরের জীবনের কোলাহল থেকে বেরিয়ে স্বস্তিদায়ক আর মন-চোখ জুড়ানো গন্তব্য খুঁজছেন? তাহলে কুয়াকাটা ও এর আশেপাশের জায়গাগুলো বেছে নিতে পারেন।আজকের আলোচনায় কুয়াকাটা ও এর আশেপাশে ঘুরে দেখার মত 6টি স্থান তুলে ধরার চেষ্টা থাকবে, যা দর্শনার্থীদের ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে । অপূব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ
কুয়াকাটা শব্দের অথ কি
কুয়া' শব্দটি এসেছে 'কুপ' থেকে। ধারণা করা হয় ১৮ শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কুপ খনন করেছিলেন, সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা!অপূব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ
কুয়াকাটা কোথায় অবস্থিত
পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটা পৌরসভায় অবস্থিত। ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার ও বরিশাল থেকে ১০৮ কিলোমিটার। কুয়াকাটা পটুয়াখালী সদর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।অপূব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ
কুয়াকাটার দর্শনীয় স্থান সমূহ
কুয়াকাটা সমুদ্র সৈকতকুয়াকাটা সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে দেখার মতো আছে ।
- শুঁটকি পল্লী,
- ঝাউ বন,
- লাল কাঁকড়ার চর,
- লেবুর চর,
- গঙ্গামতির চর,
- তিন নদীর মোহনা।
শুঁটকি পল্লী
কুয়াকাটা সমুদ্র সৈকতের ৭ কিলোমিটার পশ্চিম প্রান্তে আছে শুঁটকি পল্লী। এখানে প্রচুর জেলেদের বসবাস। মূলত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে চলে শুঁটকি তৈরির কাজ। সমুদ্র থেকে মাছ ধরে এনে সৈকতেই শুঁটকি তৈরি করেন জেলেরা। কম দামে ভালো মানের শুঁটকিও কিনতে পাওয়া যায় এখানে। পর্যটকরা তাজা মাছ কেটে শুঁটকি-জাত করার দৃশ্য দেখতে ভিড় জমায়। অবলোকন করে জেলেদের ইলিশ শিকারে সাগরের ঢেউয়ের সঙ্গে মিতালি করা জীবন জীবিকার যুদ্ধ। দেখতে পায় বেড় জালে বিভিন্ন প্রজাতির মাছ শিকারের অনন্য দৃশ্য।অপূব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ
ঝাউ বন
ঝাউ ( ঝাউ, লবণ-সিডার, টারায় ) গোত্রটি Tamaricaceae পরিবারের প্রায় ৫০-৬০ প্রজাতির সপুষ্পক উদ্ভিদের সমন্বয়ে গঠিত যেগুলো ইউরেশিয়া এবং আফ্রিকার শুষ্ক অঞ্চলে জন্মে। জেনেরিক নামটি ল্যাটিন ভাষা থেকে এসেছে এবং ট্যামারাইসেসি দ্বারা হিস্পানিয়া ট্যারাকোনেনসিস ( স্পেন ) এর তামারিস নদীকে বুঝানো হয়ে থাকতে পারে ।
লাল কাঁকড়ার চর
প্রায় ১০ হাজার একর আয়তন নিয়ে জেগে ওঠা এ চরটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থিত। চরটিতে দেখা যায়, লাল কাঁকড়ার অবাধ ছুটোছুটি আর অতিথি পাখির কলকাকলি, দিগন্ত জোড়া আকাশ আর সমুদ্রের নীল জলরাশি আছড়ে পড়ছে কিনারায়। এ ছাড়া সাদা গাংচিলের দল এদিক-ওদিক উড়ে যাচ্ছে।অপূব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ
লেবুর চর
জায়গাটির নাম লেবুর চর হলেও লেবুর বাগান কিংবা লেবু গাছের কোনো ছিটেফুটাও নেই। এখানে আসার আগে আমি ভেবেছিলাম মনেহয় অনেক বড় লেবুর বাগান কিংবা কিছু অদ্ভুত রকমের লেবু গাছ থাকবে কিন্তু এখানে আসার পর দেখি গাছ আছে ঠিকই কিন্তু সেগুলো কোনো লেবু গাছ না বরং আসলেই এগুলো কি গাছ সেটাও আমার জানা নেই কারণ আপনারা হয়তো এতক্ষনে আমার ফটোগ্রাফির মধ্যে দেখেছেন এই গাছ গুলোর কোনো পাতা কিংবা শাল নেই যা দেখে আমি চিনতে পারবো এগুলো কি গাছ। শুধু তাদের দেহটা পরে রয়েছে আর বৃষ্টিতে ভিজছে আর রোদে শুকাচ্ছে। আর এর পাশেই হচ্ছে সাগর যখন জোয়ার আসছে তখন তারা সাগরের পানিতে খেলা করছে ।
গঙ্গামতির চর
গঙ্গামতি নিঃসন্দেহে একটি সুন্দর নাম। বিশেষ করে সাহিত্যপ্রেমী ও ভ্রমণপিপাসুদের দারুণভাবে আকৃষ্ট করে নামটি। আর এ সুন্দর নামটিকে আরও সুন্দর করেছে এখানকার অপরূপ নৈসর্গিক সৌন্দর্য।গঙ্গামতি চর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে মাত্র সাত কিলোমিটার পূর্বদিকে অবস্থিত। ভ্রমণপিপাসু পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান এটি। চরজুড়ে মনোরম প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। এখানে রয়েছে স্বচ্ছ নীল জলরাশির একাধিক লেক আর প্রাকৃতির কারুকাজে খচিত বিশাল বেলাভূমি। গঙ্গামতির চরের লেক ধরে আসা পর্যটকদের স্পিডবোট, ট্রলার অথবা নৌকা নিয়ে ঘুরে দেখার সুযোগ রয়েছে।খুব সকালে গঙ্গামতি সৈকতে দাঁড়িয়ে সমুদ্রের বুক চিরে সূর্যোদয় দেখার অনুভূতি এনে দেয় এক স্বর্গীয় আবেশ। এ সময় সূর্য লাল আলো ছড়িয়ে দেয় গঙ্গামতির বেলাভূমিতে। সৈকতজুড়ে লাল কাঁকড়ার ছোটাছুটি উচ্ছল করে তোলে। ক্ষুদ্র কাঁকড়ার পদচিহ্ন হয়ে ওঠে নিখুঁত আলপনা।অপূব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ
তিন নদীর মোহনা
বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র, সূর্য উদয় ও সূর্য অস্ত বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। দিন দিন বিশ্বের পর্যটকদের কাছে কুয়াকাটা পরিচিতি পাচ্ছে, তার সাথে পরিচিতি পাচ্ছে কুয়াকাটার অপূর্ব সৌন্দর্যের স্থান তিন নদীর মোহনা। দেশ-বিদেশ থেকে ভ্রমণের উদ্দেশ্যে পর্যটক কুয়াকাটা আসলে সবার আগে যে দর্শনীয় স্থানটি ভেসে ওঠে সেটি হল তিন নদীর মোহনা। নামের সাথেও মিল রয়েছে সৌন্দর্যের দর্শনীয় স্থানটির।অপূব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ
গভীর সমুদ্রের সাথে তিনটি নদীর মিল থাকার কারণে স্থানীয় জেলেরা এটার নামকরণ করে তিন নদীর মোহনা। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে, পশ্চিম দিকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত তিন নদীর মোহনা, তিন নদীর মোহনা দেখার উদ্দেশ্যে রওনা দিলেই আপনার চোখের সামনে ভেসে আসবে আরো কয়েকটি কুয়াকাটা দর্শনীয় স্থান। সব পেরিয়ে পৌঁছে যাবেন তিন নদীর মোহনায়। উল্লেখযোগ্য তিন নদীর পাশে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন সূর্য অস্ত।অপূব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ
স্থানীয় পর্যটন ব্যবসায়ী মো: মাসুম আল বেলাল বলেন, তিন নদীর মোহনা পর্যটকসহ স্থানীয়দের কাছে অপরূপ সৌন্দর্যের স্থান হয়ে দাঁড়িয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকের আনন্দ মুহূর্তে জমজমাট থাকে তিন নদীর মোহনা ।অপূব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ
শেষ মন্তব্য
আসসালামু আলাইকুম আমাদের দর্শনীয় স্থান অপূব সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের 6 টি দর্শনীয় স্থান সমূহ সম্পকিত পোস্ট টি যদি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তারাও জানতে এটি সম্পর্কে জানতে এবং এটি থেকে উপকৃত হতে পারে। আর বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন nafizit.com ওয়েবসাইটের বিভিন্ন তথ্য সম্পকিত আর্টিকেল রয়েছে, যা আপনাকে আপনার জ্ঞানের সাহায্য করবে। আর আমাদের সংবিধানে কোন ভুল থাকলে অবশ্যই কমেন্ট বক্স আপনার জানাবেন তাহলে আমরা সেই ভুল শোধরানোর চেষ্টা করব।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url