ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা করব কিভাবে ?

ফেসবুক হলো একটু সামাজিক মাধ্যম। ২০২১ সালের ডিসেম্বরের দৈনিক গড় অনুযায়ী ফেসবুক ব্যবহারের সংখ্যা ১৯৩ কোটি।  বর্তমান সময়ে কমবেশি   প্রায়  জনের ফেসবুক একাউন্ট  হ্যাক  হয়ে যাচ্ছে।

 

ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণ?

এখন প্রায় অধিক সময়ে আমাদের ফেসবুক আইডি নানা কারণে হ্যাক হয়ে যাচ্ছে ।এর মধ্যে প্রধান কারণ হলো নিজের কিছু ভুল। এর মধ্যে প্রধান বড় ফিশিং লিংক।

 ফিশিং লিংক কি?

ফিশিং লিংক বলতে বোঝায় কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন নাম ও পাসওয়ার্ড ক্রেডিট  কার্ড  তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে ফিশিং বোঝানো হয়।  এক কথায় কোন কিছু চুরি করার মাধ্যমে ফিশিং লিংক বলে।


ফিশিং লিংক এর উদাহরণ?

 ফিশিং লিংক মূলত কোন ব্যক্তির পাসওয়ার্ড নাম ব্যাংকের অ্যাকাউন্ট ইউজার নেম চুরি করে নেওয়া হয়। বিভিন্ন চক্র আমাদের জিমেইলে মেইলে অথবা ফেসবুকে কোন লিংক পাঠায় সেই লিংকের মাধ্যমে একটি ব্যক্তির সমস্ত কিছু ইনফরমেশন নেয়া হয় এক কথায় চুরি করে নেওয়া হয়।

ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচার উপায়

 আমরা আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। কিন্তু কিছুদিন যাবত হ্যাকার চক্র আমাদের ফেসবুক আইডিটি ওদের নিজের দখলে নিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে থাকে। তারা মূলত আমাদের বিভিন্ন ধরনের লিংক পাঠিয়ে থাকে যা

 থেকে আমাদের ফেসবুক আইডিটি ওদের আয়ত্তে চলে যায়। আমাদের ফেসবুক যদি কোন পার্সোনাল কিছু থাকে তাহলে তারা সেটা নিয়ে ব্ল্যাকমেইল করে। এবং টাকার দাবি করে।

 এখন চলেন আমরা ফিশিং লিংক কি সেটা জানি আমাদেফেসবুককে ঢোকার ইউআরএল হল
www.facebook.com  এটা হল আমাদের আসল ফেসবুক এর ইউ আর এল যেটার মাধ্যমে আমরা ফেসবুক লগইন করতে পারি. কিন্তু সাম্প্রতিক কিছু সময় হুবহু একই রকমের লিংক দিয়ে হ্যাকার চক্ররা আমাদের বিভ্রান্তি করে ফেলে ।

 এতে আমরা বুঝতে পারি না কোনটা আসল ফেসবুকের লিংক আর কোনটা ফিশিং হ্যাকিং লিংক  ফিশিং লিংক মূলত দেখতে www.facebooknew.com এরকম হয়ে থাকে। এক কথায় facebo
ok কথাটার পরে কোন ওয়ার্ড যুক্ত থাকে। কারণ কখনো কোন সময় হুবহু একই লিঙ্ক তৈরি করা সম্ভব নয়। 

এক্ষেত্রে হ্যাকার চক্ররা আমাদের বিভিন্নভাবে যে অ্যাকাউন্ট মানে যে জিমেইল দিয়ে আমরা ফেসবুক একাউন্ট খুলছি সে একাউন্টে লিংক পাঠাতে পারে অথবা আমাদের ফেসবুকে নোটিফিকেশনে মাধ্যমে পাঠাতে পারে অথবা মেসেজ বক্সে সরাসরি পাঠাতে পারে।

 ফিশিং লিংক মূলত দেখতে কেমন হয়



ফিশিং লিংক দেখতে মূলত এরকম হয়। আমরা যদি ভুল করে কেউ এই লিঙ্কের কোরে ক্লিক করি তাহলে আমাদের ফেসবুকের মতন দেখতে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে

 ভুলে ফিশিং লিংকে ক্লিক করার পর আমাদের সামনে হুবুহু  ফেসবুকের মতনই ইন্টারফেস চলে আসবে  যেটা দেখতে এরকম হবে



 আমরা উপর এরকম একটি ওয়েবসাইট আমাদের সামনে চলে আসবে । আমরা যদি কেউ চিনতে না পেরে ভুল করে আমাদের নিজস্ব যে আইডি পাসওয়ার্ড আছে এখানে দিয়ে লগইন করি। তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি নিমেষের মধ্যে হ্যাকারদের আয়ত্তে চলে যাবে।

সুতরাং আমাদের সামনে যদি কখনো এরকম কোন জাতীয় লিংক আসে অথবা হুবহু ফেসবুকের মতো ইউআরএল লাস্টে অন্য কোন শব্দ যুক্ত থাকে। তাহলে আমরা সেই লিংকে প্রবেশ করব না অন্যথায়। আমাদের ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকারদের দখলে চলে যাবে।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url