সাজেক ভ্যালি ভ্রমণ ও বিস্তারিত

সাজেক কন জেলেয় অবস্তিত ?

 সাজেক উপত্যকা বাংলাদেশ এর  রাঞ্জামটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের জনপ্রিয় ভ্রমণ  জায়গা । সাজেক এর উত্তরে ভারত ত্রিপুরা ,পূর্বে ভারত মিজোরাম দক্ষিণ রাঞ্জামটি লংগদু  , পশ্চিম খাগড়াছড়ি দিগিনালা আছে ।


সাজেক উপত্যকা্র  প্রাকৃতিক রুপ?

সাজেক  এ আছে সর্বত মেঘ আর পাহাড় এর অপরূপ সৌন্দর্য । সাজেক ভ্যালি থেকে অপরূপ সূর্যোদয় ও সূর্যস্ত দেখা যায় । আবার সাজেক রুই-লুই পাড়া থেকে ট্র্যাকিং করে কাংলাক পাহাড় এ জাওয়া যাই কাংলেক হচ্ছে সাজেক ভ্যালি সর্বোচ্চ চূড়া । কাংলাকে যাওয়ার পথে  সীমান্তের বড় বড় পাহাড় আবার আদিবাসীদের জীবন যাপন। চারিদিকে মেঘলা আকাশ। এখানে বছরের বিভিন্ন সময় আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। 

সাজেক এর আয়তন কত?

সাদেক রাঙামাটি খেলার বাঘাইছড়ি উপজেলা  সাজেক ইউনিয়নের জনপ্রিয় জায়গা।  এটার আয়তন ৪ লক্ষ ৩৭ হাজার ৭৬০ । চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় ইউনিয়ন হল সাজেক।

 চট্টগ্রাম থেকে সাজেক কত টাকা ভাড়া লাগে?

 চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে  নন এসি বাসের ভাড়া ১৯০ - ২০০ টাকা।এবং  এসি বাসের ভাড়া ৩৫০ টাকা। এখানে দুই ধরনের  বাস পাওয়া যায়।


 সাজেক ভ্যালিতে ঘুরতে যাওয়ার উত্তম মাস কোনটি ?

সাজেক ভ্যালি দেখার উত্তম সময় হলো শরৎকাল থেকে শীতকাল( আগস্ট- নভেম্বর)  শীতে কালের আগে ও বর্ষাকালের পরে প্রচুর মেঘ দেখতে পাওয়া যায়। এছাড়া বছরের যে কোন সময় ঘুরতে যাওয়া যাবে।

 বিভিন্ন বিভাগ থেকে সাজেক ভাড়া  ও কত কি ঃমি ?

1.ঢাকা  থেকে সজাকের দূরত্ব ঃ ৩৩৫ কিঃমি / নন এসি বাসের ভাড়া  ৫৫০-৫৮০ টাকা
2.  চট্টগ্রাম থেকে সজাকের দূরত্ব ঃ ১৬৯.৯ কিঃমি /নন এসি বাসের ভাড়া ৩০০-৩৫০ টাকা
 3.রাজশাহী থেকে সজাকের দূরত্ব ঃ ৫৮৩ কিঃমি / নন এসি বাসের ভাড়া  ৭৫০-৮০০ টাকা
 4.খুলনা থেকে সজাকের দূরত্ব ঃ ৫২৫ কিঃমি / নন এসি বাসের ভাড়া  ৫০০-৫৫০  টাকা
5.সিলেট  থেকে সজাকের দূরত্ব ঃ ৪৩৮ কিঃমি / নন এসি বাসের ভাড়া  ৪৩০-৪৮০ টাকা
 6. বরিশাল থেকে সজাকের দূরত্ব ঃ ৩২৫কিঃমি  / নন এসি বাসের ভাড়া ৩৫০-৩৮০ টাকা
7.  রংপুর থেকে সজাকের দূরত্ব ঃ ৬৩০ কিঃমি /নন এসি বাসের ভাড়া ১২০০-১২৫০ টাকা
8.ময়মনসিংহ থেকে সজাকের দূরত্ব ঃ ৪৪৭ কিঃমি /নন এসি বাসের ভাড়া ৪০০-৪৫০টাকা



সাজেকের রিসোর্ট এর নাম সমূহ ?


১.Madventure Resort


২.Relax Sajek Resort


৩.Rungrang Resort Cottage

৪. Salka Eco Resort

৫. Sajek Classic Resorts

৬. Meghadree Eco Resort

৭. Megh Roddur Hill Resort (etc)






















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url